Personal Loan, Home Loan, Business Loan, Life Insurance

Breaking

Google search

Translate

Saturday, June 29, 2019

হোলি কি মুসলিমদের জন্য হারাম। মুসলিমদের কি হোলি উৎসব পালন করা যাবে

হোলি মুসলিমদের জন্য হারাম

রাসুল (সোঃ) বলেনঃ তোমরা অন্য ধর্মের উৎসবে উপস্থিত থেকো না, কারন সেখানে আল্লাহ্‌র গজব নাযিল হতে  থাকে ।

তিনি আরো বলেনঃ “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখল সে তাদের অন্তর্ভুক্ত”। [আবু দাউদঃ ৩৫১৪]

পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেনঃ
“হে মুমিনগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যারা তোমাদের দীনকে উপহাস ও খেল-তামাশারূপে গ্রহণ করেছে, তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফিরদেরকে। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যদি তোমরা মুমিন হয়ে থাক”। [সূরা মায়েদাঃ১৫৭]

“হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে হিদায়াত দেন না”। [সূরা মায়েদাঃ ৫১]

ইব্‌ন তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেনঃ “এ হাদিস প্রমাণ করে কাফেরদের উৎসব পালন করা হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জাহিলি দুই ঈদের উপর বহাল রাখেননি। রীতি মোতাবেক তাতে খেলা-ধুলার অনুমতি দেননি। তিনি বলেছেনঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। এর দাবি পূর্বের আমল ত্যাগ করা। কারণ বদল করার পর উভয় বস্তুকে জমা করা যায় না। বদল শব্দের অর্থ একটি ত্যাগ করে অপরটি গ্রহণ করা। [ফায়দুল কাদিরঃ ৪/৫১১]

আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেনঃ “হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু”। [সূরা বাকারাঃ ২০৮]

অতএব কোন মুসলিমের জন্য বৈধ নয় ইহুদি, হিন্দু, খৃস্টান ও মুশরিকদের উৎসব পালন করা, যেমন নববর্ষ ও অন্যান্য উৎসবসমূহ।
একজন মুসলিম হিসেবে আমাদের উচিত কুরআন ও সুন্নাহ অনুসরন করা।

1 comment:

Sk Mustak Hossain said...

Hmm Holi মুসলিমের জন্য হারাম