Personal Loan, Home Loan, Business Loan, Life Insurance

Breaking

Google search

Translate

Saturday, September 18, 2021

কি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না। কয়টি ভুলের জন্য মানুষের দাওয়া কবুল হয় না।দোয়া কবুলের সঠিক নিয়ম।

 হজরত ইব্রাহিম আদহাম (র:) কে প্রশ্ন করা হল, আমরা দোআ করি, কিন্তু আমাদের দোআ কবুল করা হয় না কেন.? তিনি বললেন, ১০টি কারণে তোমাদের দোআ কবুল হয় না।

_________________________________________

১/ তোমরা আল্লাহকে চেনো, কিন্তু তাকে মান্য করোনা

২/ তোমরা রসুল সম্পকে জান, কিন্তু তার সুন্নাতের অনুসরণ করোনা।

৩/ তোমরা কুরআন সম্পকে জান, কিন্তু সে অনুযায়ী আমল করোনা।

৪/ তোমরা আল্লাহর নেয়ামতসমূহ ভক্ষণ কর, কিন্তু তার শুকরিয়া আদায় করোনা।

৫/ তোমরা জান্নাত সম্পকে জান, কিন্তু তা অনুসন্ধান করোনা।

৬/ তোমরা জাহান্নাম সম্পকে জান, কিন্তু তার থেকে বাঁচার চেষ্টা করোনা।

৭/ তোমরা শয়তান সম্পকে জান, কিন্তু তার থেকে পলায়ন করোনা।

৮/ তোমরা মৃত্যু সম্পকে জান, কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহন করোনা।

৯/ তোমরা মৃতকে দাফন কর, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করোনা।

১০/ তোমরা নিজেদের দোষ চর্চা ভুলে গিয়েছে, কিন্তু মানুষের দোষ চর্চায় ব্যস্ত রয়েছে।

মহান আল্লাহ তা'য়ালা আমাদের সঠিকপথে চলার তৌফিক দান করুন(আমিন)

__________________________

তাফসিরে: কুরতুবি:-

______________________

♦ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

_______________________________

♦আমাদের গ্রুপে দ্বীনি ইসলামিক বিষয়

♦প্রশ্নভিত্তিক পোষ্ট করা হয় আপনাদের

♦সবাই কে যোগদান করার জন্য

♦অনুরোধ রইল:-

▶ ‎ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বিশ্বের এক মহোওম আদর্শের নাম ইসলাম।


সবাই শেয়ার করবেন

জাযাকাল্লাহু খাইরান প্রিয় 💜

No comments: