হজরত ইব্রাহিম আদহাম (র:) কে প্রশ্ন করা হল, আমরা দোআ করি, কিন্তু আমাদের দোআ কবুল করা হয় না কেন.? তিনি বললেন, ১০টি কারণে তোমাদের দোআ কবুল হয় না।
_________________________________________
১/ তোমরা আল্লাহকে চেনো, কিন্তু তাকে মান্য করোনা
২/ তোমরা রসুল সম্পকে জান, কিন্তু তার সুন্নাতের অনুসরণ করোনা।
৩/ তোমরা কুরআন সম্পকে জান, কিন্তু সে অনুযায়ী আমল করোনা।
৪/ তোমরা আল্লাহর নেয়ামতসমূহ ভক্ষণ কর, কিন্তু তার শুকরিয়া আদায় করোনা।
৫/ তোমরা জান্নাত সম্পকে জান, কিন্তু তা অনুসন্ধান করোনা।
৬/ তোমরা জাহান্নাম সম্পকে জান, কিন্তু তার থেকে বাঁচার চেষ্টা করোনা।
৭/ তোমরা শয়তান সম্পকে জান, কিন্তু তার থেকে পলায়ন করোনা।
৮/ তোমরা মৃত্যু সম্পকে জান, কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহন করোনা।
৯/ তোমরা মৃতকে দাফন কর, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করোনা।
১০/ তোমরা নিজেদের দোষ চর্চা ভুলে গিয়েছে, কিন্তু মানুষের দোষ চর্চায় ব্যস্ত রয়েছে।
মহান আল্লাহ তা'য়ালা আমাদের সঠিকপথে চলার তৌফিক দান করুন(আমিন)
__________________________
তাফসিরে: কুরতুবি:-
______________________
♦ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
_______________________________
♦আমাদের গ্রুপে দ্বীনি ইসলামিক বিষয়
♦প্রশ্নভিত্তিক পোষ্ট করা হয় আপনাদের
♦সবাই কে যোগদান করার জন্য
♦অনুরোধ রইল:-
▶ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বিশ্বের এক মহোওম আদর্শের নাম ইসলাম।
সবাই শেয়ার করবেন
জাযাকাল্লাহু খাইরান প্রিয় 💜
No comments:
Post a Comment