Personal Loan, Home Loan, Business Loan, Life Insurance

Breaking

Google search

Translate

Wednesday, June 26, 2019

পাপ : নিয়ামত থেকে বঞ্চিত করে???

❐ পাপ : নিয়ামত থেকে বঞ্চিত করে।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
ইবনুল কাইয়্যিম [রাহিমাহুল্লাহ] বলেন,

''বান্দার জন্য অন্তর শক্ত হয়ে যাওয়া আর আল্লাহর সাথে সম্পর্কহীনতা চাইতে বড় শাস্তি আর হতে পারে না। এ জন্যই শক্ত অন্তরকে পুড়িয়ে ঝলসে দেওয়ার জন্যই জাহান্নামের আগুন সৃষ্টি করা হয়েছে। আল্লাহর সাথে সবচাইতে দূরত্বের,নড়বড়ে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কহীন হৃদয়ের সম্পর্ক।''
.
এক ব্যক্তি এক বার হাসান আল বসরি [রাহিমাহুল্লা]'র কাছে এসে জিজ্ঞেস করল,

"আপনি বলেছেন কেউ যদি অনবরত পাপ কাজ করে তাহলে আল্লাহ তাকে নিয়ামত থেকে বঞ্চিত করেন! আমি এমন সব পাপ করি যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না।
অথচ আমার কি নেই? সুন্দরী স্ত্রী, সুস্থ-সবল সন্তান- সন্তানাদি এবং প্রচুর অর্থ এবং জমিজামা এবং আমি একজন সুখী, সফল মানুষ!

এত পাপ করার পর ও আল্লাহ আমাকে কোন নিয়ামত থেকে বঞ্চিত করেননি! তাহলে আপনি কীভাবে এটা বলতে পারেন, পাপ কর্ম দ্বারা আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন?"
.
হাসান বসরি [রাহিমাহুল্লাহ] ওই লোককে জিজ্ঞেস করলেন-

"আপনি কি কিয়ামুল লাইল(তাহাজ্জুদ) আদায় করেন?
আপনি কি আল্লাহর কাছে দুয়া করে তৃপ্তি পান?
আপনি কি আপনার নামাজে শান্তি পান?"
লোকটি উত্তর দিল, "না।"

হাসান বসরী [রহ] বললেন, "তাহলে আপনার জন্য এটাই শাস্তি হিসেবে যথেষ্ট যে আপনাকে আল্লাহ এতগুলো নিয়ামত থেকে বঞ্চিত করছেন অথচ আপনি এটা অনুভবই করছেন না, এটাকে শাস্তিই মনে করছেন না।"

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
❐ সংগৃহীত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

❐ [ পেজে লাইক দিয়ে ও পোস্ট শেয়ার করে আপনিও দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করুন।আমাদের কোনো কপিরাইট নেই। আপনি আমাদের পেজের কনটেন্টগুলো কপি করে ফেসবুক বা যেকোন মাধ্যমে দাওয়াতের উদ্দেশ্যে প্রচার করতে পারেন। বিনা অনুমতিতে। ]
.
• রাসূল [ﷺ] বলেছেন,
“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।” [সহীহ মুসলিম-২৬৭৪,৬৮০৪]
.
#bn_islamiclifestyle
[পরকালের পাথেয় কুড়াবার উদ্দেশ্যে.....]
ISLAMIC THOUGHT
মানুষের অন্তরে

No comments: