Personal Loan, Home Loan, Business Loan, Life Insurance

Breaking

Google search

Translate

Thursday, July 25, 2019

দাড়ি কাটা ইমামের পিছনে নামায পড়া সম্পর্কে"

দাড়ি কাটা ইমামের পিছনে নামায পড়া সম্পর্কে"
•••••••••••••••••••••••••••••••••••••••••••
☞ প্রশ্নঃ?
!
দাড়ি কাটে,দাড়ি ছাটে বা দাড়ি মুণ্ডন করে এমন ইমামের পিছনে নামায পড়ার বিধান কি? এরুপ ব্যক্তিকে ইমাম বানানো জায়েয হবে কি না? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো!
'
'
☞ উত্তরঃ ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
এক মুষ্টি পরিমান দাড়ি রাখা ওয়াজিব৷ এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা বা দাড়ি মুণ্ডন করা হারাম৷ আর যে ব্যক্তি এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে বা মুণ্ডন করে সে ফাসেক৷ আর ফাসেকের ইমামতি মাকরুহে তাহরীমী৷ তার পিছনে নামায পড়াও মাকরুহে তাহরীমী৷ তাকে ইমাম বানানোও মাকরুহে তাহরীমী৷ উক্ত ইমামকে পরিবর্তন করে পরহেযগার ইমামের ব্যবস্থা করা ওয়াজিব৷ যদি তা সম্ভব না হয় এবং ফিতনার আশংকা না থাকে,তাহলে অন্যত্র পরহেযগার ইমামের পিছনে নামায পড়া ওয়াজিব৷ তবে একাকী নামায পড়ার চেয়ে তার পিছনে নামায পড়াই উত্তম৷
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
'
☞ হাওয়ালাঃ
বুখারী শরীফ ২/৮৭৫ পৃষ্ঠা৷
নাসায়ী শরীফ ১/৪ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে তাতারখানিয়া ১/৩৭৭ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে কাসেমীয়া ১/১৭১ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে মাদানিয়া ৩/১৩৬ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে ইউনুসিয়া ২/৬২১ পৃষ্ঠা৷
আদ-দুররুল মুখতার ২/৪১৮ পৃষ্ঠা৷
আল-বাহরুর রায়িক ১/৬১১ পৃষ্ঠা৷
আসা করি উত্তর টা পেয়েছেন

No comments: