Personal Loan, Home Loan, Business Loan, Life Insurance

Breaking

Google search

Translate

Wednesday, July 24, 2019

আল্লাহ সবার গুনাহ ক্ষমা করে দেই

আসসালামু আলাইকুম,আমাদের সমাজের তরুন-তরুনীরা কোন পাপ করে থাকলে তা তাদের বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করতে খুবই পছন্দ করে। কৃত পাপকে সবার মাঝে প্রচার করাকে গর্বের কাজ বলে মনে করে।

অথচ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন পাপ করে থাকলে তা গোপন রাখাই উচিৎ।

এই ভাবে পাপ গোপন রাখতে পারলে মহান আল্লাহ সেই পাপকেও গোপন রাখেন অথাৎ মাফ করে দিবেন।

নিচের হাদীসটি দেখুন
আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণীত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে,

“আমার সমগ্র উম্মাতকে মাফ করা হবে, তবে যে নিজের গুনাহ প্রকাশ  করে তাকে ব্যতীত।

আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতে অপরাধ করলো যা আল্লাহ গোপন রাখলেন।

কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো,

‘হে অমুক! আমি আজ রাতে এই কাজ করেছি।’

অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে, আল্লাহ তার কর্ম (পাপ) লুকিয়ে রেখেছিলেন আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেললো।”

[বোখারী হা/৬০৬৯, ৫৫৩০(ইফা),৫৬৩৪(আ.প্র); মুসলীম ৫৩/৮ হা/২৯৯০]

সুতরাং আমাদের কেউ কোন পাপ করে ফেললেও উপরোক্ত হাদীসের কথা মাথায় রেখে তা যথাসম্ভব গোপন রাখাই বুদ্ধিমানের কাজ।

আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপথেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।

আমিন..

No comments: